বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05সদর

সিরাজগঞ্জের পলাতক আসামী টানবাজার থেকে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক মামুদপুর গ্রামের আব্দুল আলিম নিহতের ঘটনায় মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আটক রুহুল আমিন (৩৫) গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে। তাকে সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার টানবাজার এলাকা থেকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এবং নারায়নগঞ্জ র‌্যাব-১১ এর সদস্যদের যৌথ অভিযানে আটক করা হয়।

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন মঙ্গলবার দুপুরে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুটি কোম্পানির র‍্যাব সদস্যরা নারায়ণগঞ্জের টানবাজার অভিযান চালায়। সেখান থেকে হত্যা মামলার দ্বিতীয় আসামী রুহুল আমিনকে আটক করা হয়।

পরে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

RSS
Follow by Email