সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
Led05রাজনীতি

সিপিবি নতুন কমিটি গঠন, সভাপতি শিবনাথ ও সাধারণ সম্পাদক শাহীন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখার ১০ম সম্মেলন সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) চাষাড়া শহীদ মিনারে উদ্বোধনী সমাবেশের পর শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে তিনটি পৃথক সেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে রনজিত দাস, আঃ মান্নান এবং শরৎচন্দ্র মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাগিব হাসান মুন্না এবং জেলার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট একটি নতুন জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে শিবনাথ চক্রবর্তীকে সভাপতি এবং এম এ শাহীনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি নির্বাচন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন: হাফিজুল ইসলাম, মন্টু ঘোষ, আ. হাই শরীফ, শাহানারা বেগম, দুলাল সাহা, আব্দুস সালাম বাবুল, আব্দুল মালেক, শিশির চক্রবর্তী, সুজয় রায় চৌধুরী, লোকনাথ বর্মন, বিমল কান্তি দাস, জাকির হোসেন, কৃষ্ণা ঘোষ, নুরুল ইসলাম, দিলীপ কুমার দাস, মনিরুজ্জামান চন্দন, শোভা সাহা, মো. সোবহান, দ্বীন দুনিয়া, মো. বাতেন, মৈত্রী ঘোষ

কমিটিতে দুটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে, যা পরবর্তীতে কো-অপ্ট করা হবে।

নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি মুহাম্মদ শাহ আলম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীর কারণে দেশে বৈষম্যের পাহাড় গড়ে উঠেছে। তিনি বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মানুষের মুক্তি নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য জনগণের সক্রিয় সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার ও গণমানুষের সরকার প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করতে হবে।

RSS
Follow by Email