বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রাজনীতি

সিদ্ধিরগঞ্জ ৪নং ওয়ার্ডে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেছে জামায়াতের নেতা মাওলানা আবদুল জব্বার। বুধবার (৩০ জুলাই) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ ৪নং ওয়ার্ডের ওয়াপদা, নয়াআটি, হাউজিং এলাকায় নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ।

ব্যস্ততম এলাকা ওয়াপদা হাউজিং এলাকার গন মানুষের দাবি জলাবদ্ধতা নিরাসন ও সুপেয় পানি ও মাদক, কিশোর গ্যাং মুক্ত সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি দেন মাওলানা আবদুল জব্বার। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন যতক্ষণ না পর্যন্ত দেশে কুরআনের আইন বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত এদেশে শান্তি ফিরে আসবেনা।

এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমন, দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ, জামায়াত নেতা আবদুল গফুর, সাইফুল ইসলাম রনি প্রমূখ।

RSS
Follow by Email