সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উপদেষ্টা জহিরুল হক বিরবলের ইন্তেকাল
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক বিরবল আজ সকাল ৮টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে পুরো সিদ্ধিরগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে এবং অনেকেই শোক প্রকাশ করেছেন। প্রগতি সংসদের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জহিরুল হক বিরবলের রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।