সিদ্ধিরগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ মাগরিব আইসিএবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিদ্ধিরগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আমির হামজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুয়েল হাসানের সঞ্চালনায় নবগঠিত কমিটির শপথ করে।
সভাপতি মুহাম্মদ আমির হামজা বলেন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা তাই আমাদের কে ২০২৫ সেশন কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ইবাদতের রাজনীতির লক্ষ্যে সর্বত্র বিচরণ করতে হবে।
বক্তব্য শেষে সভাপতি মুহাম্মদ আমির হামজা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা এর ২০২৫ সেশনের ১৫ সদস্যর পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি: মুহাম্মদ আমির হামজা, সহ-সভাপতি: মুহাম্মদ আবরারুল করীম, সাধারণ সম্পাদক: মুহাম্মাদ জুয়েল হাসান, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ মাহমুদুল হাসান সাকিল, প্রশিক্ষন সম্পাদক: মুহাম্মাদ জুবায়ের বিন হাসনাত, দাওয়াহ সম্পাদক: মুহাম্মাদ ওমর ফারুক, তথ্য গবেষনা ও প্রচার সম্পাদক: মোঃ রহমতুল্লাহ তালহা, প্রকাশনার ও দফতর সম্পাদক: মুহাম্মাদ মোকসেদুল ইসলাম অর্থ ও কল্যান সম্পাদক: মুহাম্মদ কাউসার আহম্মেদ, কওমী মাদ্রাসা সম্পাদক: মুহাম্মদ সাইফুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক: মুহাম্মাদ ফাহিম হাসান, কলেজ সম্পাদক: মুহাম্মদ আবিদ হাসান, স্কুল সম্পাদক : মুহাম্মদ বায়েজিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহাম্মদ ইয়াসিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য: মুহাম্মদ জাহিদ ইসলাম।