সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led05জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৮তলা থেকে পড়ে যুবক নিহত

লাইভ নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকেলে ভূমিপল্লী ৮ নং গলি এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

নিহত যুবকের নাম জুনায়েদ হাসান আল-আমীন (২৫)। সে সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এসএম ইদ্রিসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জুনায়েদ হাসান আল-আমীন মানসিক রোগের কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভূমিপল্লী এলাকার ইসমাইল করিমের মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে মৃত্যু হয় তার। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী পুলিশকে ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা গেছে এক যুবক। আমরা লাশ উদ্ধার করেছি। নিহত যুবকের বাবার দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন তার ছেলে। ইতোমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

RSS
Follow by Email