সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ২
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাল। এর আগে শুক্রবার সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরিয়তপুরের পালং থানার খেয়ালপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে হাসান ও পিরোজপুরের নেছারাবাদ থানাধীন মাগুরা গ্রামের আনিছুজ্জামান রনির ছেলে মাজিদুল আলিফ ওরফে শাহরিয়া।
ভুক্তভোগী শিশুর মা নুসরাত জাহান গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তরা আমাদের প্রতিবেশি। অভিযুক্ত আরাফাতদের বাসায় অপর দুই অভিযুক্তসহ আমরা ভাড়া থাকি। ঘটনার রাতে আমি বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে তখন খেলাধুলা করছিল। পরে দীর্ঘ সময় আমার মেয়েকে দেখতে না পেয়ে খুজতে খুজতে অভিযুক্ত হাসানের বাসায় গিয়ে দেখি আমার মেয়েকে উলঙ্গ করে সে ধর্ষণের চেষ্টা করছে এবং অপর দুই অভিযুক্ত আলিফ—আরাফাত সহযোগীতা করছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে ভুক্তভোগীর মা নুসরাত জাহান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আরেকজন ওই বাড়ির মালিক জাহাঙ্গীরের ছেলে আরাফাতকে আটক করতে পারেনি পুলিশ। তাদের আটকের চেষ্টা চলছে। তবে আটককৃত ২ যুবকে আজ আদাথরে প্রেরণ করা হয়েছে।