সিদ্ধিরগঞ্জে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার, সুইচ গিয়ার ও চাকু জব্দ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা সুইচ গিয়ার ও চাকু জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ হানিফ(২২), মোঃ জাহিদ হোসেন(২০), আল আমিন(২৪), মোঃ মোহন(২০) ও ইব্রাহিম(২২)।
শুক্রবার (৩১ মে) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চিটাগাংরোডস্থ খানকা মসজিদ সংলগ্ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এরা প্রত্যেকে সক্রিয় ছিনতাইকারী সদস্য। তারা দলবদ্ধ হয়ে ছিনতাইকরাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের থানা পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে। আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।