মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্প পুলিশ। তাদেরকে ছিনতাই মামলায় শনিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- কাউসার (১৯), সাগর হোসেন (২০), আব্দুর রহমান (২১) এবং মো: মিলন (১৯)।

এরআগে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাড় এলাকায় ছিনতাইকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে আসছে। তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের ছিনতাইয়ের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email