শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৩ যুবক আটক, ৫০ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্বিরগঞ্জে তিন যুবককে আটক করেছে র‌্যাব-৩। তাদের দাবি আটককৃতরা মাদককারবারি। রবিবার (১৬ জুলাই) তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, নড়াইল জেলার মো. হালিম সিকদারের ছেলে মো. হেলাল সিকদার (২৩), ভোলার মো. সোলেমানের ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও লক্ষীপুরের মো. আলমগীরের ছেলে মো. জুয়েল (২২)।
র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ফারজানা হক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানায়, মাদককারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা কুমিল্লা থেকে গাঁজা এনে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ সময় তাদের কাছ মাদক পরিবহনের কাজ থেকে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তাদের নামে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
RSS
Follow by Email