বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৩ নির্মাণাধীন ভবন ভেঙে দিল রাজউক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ৩টি বহুতল ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মিজমিজি পাইনাদী নতুল মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।

স্বপ্ন বিলাস, স্কাই বেইলি-১ ও স্কাই বেইলি-২ এ ৩ ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভবনগুলোর রাজউকের নিয়ম বহির্ভূতভাবে নির্মিত অংশ ভেঙে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান জানান, রাজউকের নিয়ম অনুযায়ী যতটুকু জায়গা ছাড়ার কথা, ভবন মালিক পক্ষ তা ছাড়ে নি। সেই সাথে পার্র্কিং ব্যবস্থাও রাখা হয় নি। তাছাড়া রাজউকের অনুমোদিত কোন নকশা দেখাতে পারে নি মালিক পক্ষ। ফলে ভবন ৩ টি আংশিক ভেঙে দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজউকের ৮/২ অথরাইজড অফিসার সাইফুল, সহকারি অথরাইজড অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক নূরে আলম, পরিদর্শক পারভেজ, মাজেদুল ও জাহিদুল।

RSS
Follow by Email