মঙ্গলবার, মে ৬, ২০২৫
Led01সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৩ খুনের ঘটনায় ব্যবহৃত ‘বঁটি’ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করায় ব্যবহৃত ‘বঁটি’ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী ইয়াছিনের ত‌থ্যের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) মিজমিজি পশ্চিমপাড়া এলাকার ভিকটিমদের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে ওই বঁটি উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি বলেন, আসামি ইয়াছিনকে রিমান্ডে জিজ্ঞেসাবাদ করা হলে সে হত্যায় ব্যবহৃত ‘বঁটির’ সন্ধান দিলে আমরা পুকুর থেকে সেটা উদ্ধার করি। এর দুইদিন আগে আমাদের টিম রক্তমাখা ব্রিফকেস ভর্তি কাপড় উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আসামি অন্য দুই আসামির সম্পৃক্তার স্বীকারোক্তি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলে, না সে একাই এই হত্যা করেছে বলে আমার কাছে জানিয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ওই তিনজন নিখোঁজ ছিল। পরে ১১ এপ্রিল বাড়ির সামনে ময়লার স্তূপে মানুষের কাটা হাত ও দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তখন পুলিশ এসে ময়লার স্তূপ সরিয়ে মাটি খুঁড়ে তিনটি খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করেন। এঘটনায় নিহতদের বোন মুনমুন আক্তার বাদী হয়ে লামিয়ার স্বামী ইয়াছিন, শ্বশুর দুলাল মিয়া ও ননাশ শিমুকে আসামি দিয়ে ওইদিন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

RSS
Follow by Email