সিদ্ধিরগঞ্জে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার, আটক ১
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১০৫ পুড়িয়া মাদকদ্রব্য হিরোইনসহ ১ জনকে আটক করা হয়েছে। শনিবার (২ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় ভূমিপল্লী গেইটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম।
আটককৃত হলেন সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকার মিয়াজ উদ্দিন সরদার ওরফে মিনুর ছেলে আরিফ মাহমুদ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানিতে পারি যে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে সেই স্খানে উপস্থিত হই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমরা আরিফ মাহমুদকে আটক করি। এসময় তার থেকে ১০৫ পুড়িয়া হেরোইন জব্দ করি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাদকদ্রব্য বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে। তাকে ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ) ধারার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।