রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
রাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ১০নং ওয়ার্ডে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।

উক্ত অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ—সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, সিনিয়র যুগ্ম— সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাদল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন, যুবদল নেতা আক্তার হোসেন ও সালাউদ্দিন প্রমূখ।

RSS
Follow by Email