মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led02সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হাজিরা বাড়ানোর দাবিতে ওরিয়ন গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে হাজিরা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছে ওরিয়ন গ্রুপের শ্রমিকরা। বুধবার (২০ নভেম্বর) বিকেল থেকেই সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়াডে অবস্থিত কারখানার সামনেই এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় শ্রমিকরা বলেন, আমাদের আজকের দিনে দাড়িয়ে ৩২৫ টাকা হাজিরা দিয়ে হয় না। গত তিন মাস আগে আমরা দাবি করেছিলাম আমাদের হাজিরা ৫০০ টাকা করতে হবে। মালিক কতৃপক্ষ আমাদের কাছে সময় চেয়েছিলো কিন্তু তারা সময় নিয়েও হাজিরা বাড়িয়েছে ২৫ টাকা। সে হিসেবে এখন হাজিরা দাড়ায় ৩৫০ টাকায়। এই টাকায় আমাদের কোন ভাবেই সংসার চলছে না। তাই এই হাজিরা আমরা মানি নাই। এখানে যারা নতুন চাকরীতে আসে তাদের ৬ মাস পর পর একটা জয়েনিং ডেট দেয়া হয়, তার পর পরিক্ষার মাধ্যমে তাদের চাকরি পার্মেন্ট করা হয়। কিন্তু আমি এখানে আসছি ৩ বছর হলো এখনো আমাকে পার্মেন্ট করা হয়নি। আমরা যখন ৩৫০ টাকার হাজিরা মেনে না নেই সেটা তারা আবার কমিয়ে ৩২৫ টাকা নিয়ে আসছে। তারা বলছে যদি এই হাজিরায় কাজ করতে পারলে করো, নাহলে কাজ করা লাগবে না। আমাদের দাবি হলো ৩ মাসের এডভান্স হাজিরা, বকেয়াসহ আমাদের পাওনা পরিশোধ করে দেওয়া হোক তাহলে আমরা আজই চলে যাবো। আজ আসলাম নামের কোন এক স্থানীয় নেতা এসে আমাদের বলে গেছে বিষয়ে, তবে সে তো আমাদের অফিসিয়াল কেউ না। আমাদের দাবি মালিক পক্ষের কাছে কোন নেতার কথা আমরা শুনবো না।

ওরিয়ন গ্রুপের সহকারী ম্যানেজার মুকিত খন্দকার গণমাধ্যমকে বলেন, দাবির প্রেক্ষিতেই ম্যানেজমেন্ট কিছুটা এগিয়ে এসেছে। তাদের যেটা করনীয় সেটা করেছে। এখন শ্রমিকদেরও উচিত কিছুটা এগিয়ে আসা। একজন মালিক অনেক টাকা খরচ করতে পারলেও তারও একটা সীমা আছে। শ্রমিকদের জন্য মালিক পক্ষ ১০০ ভাগ চেষ্টা করেছেন। ৩ মাসে আকাশ পাতাল দাবি করলে সেটা তো ম্যানেজমেন্টের পক্ষে সম্ভব হয় না। তবে আমাদের চেয়ারম্যান স্যার সবসময় চেষ্টা করেছেন শ্রমিকদের জন্য। ১০০ টাকা দাবি করলে মালিক পক্ষ তার সাধ্য অনুযায়ি বাড়িয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আমরা তথ্য পেয়ে এখানে এসছি। শ্রমিকরা তাদের দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে। আমাদের পুলিশ সদস্যরাও এখানে আছেন, তবে এখন (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত কোন ভাংচুর- লুটপাটের ঘটনা ঘটেনি।

RSS
Follow by Email