মঙ্গলবার, মে ৬, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদার হত্যার মামলায় মো. পাভেলকে (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) রাত ১০টায় তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পাভেল মিজমিজি ক্যানেলপাড় এলাকার জিসান আহমেদের ছেলে। সে মামলার এজহারনামীয় আসামী।

পুলিশ জানায়, সবজি বিক্রেতা আক্কাস সিকদার হত্যার সঙ্গে জড়িত ছিলেন পাভেল। মামলার প্রথম দুই আসামি গ্রেপ্তার হলেও পালিয়ে বেড়াচ্ছিল বাকিরা। গোপন সংবাদের মাধ্যমে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পলাতক আসামি পাভেলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আরেকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদারকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের একদিন পর আসামি জুবায়ের হোসেন ও মৃদুলকে গ্রেফতার করা হয়।

RSS
Follow by Email