মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নাশকতা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে চৌধুরীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে মুঠোফোনে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) হাবিবুর রহমান।

গ্রেপ্তারকৃতর নাম মো. ডালিম প্রধান (৪৭)। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূঁইয়াপাড়া এলাকায় মৃত ইসরাফিল মেম্বারের ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) হাবিবুর রহমান জানান, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email