সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে স্ত্রী ফাতেমাকে গলাকেটে হত্যার মামলায় স্বামী সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) শুনানী শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক কাইউম খান।
তিনি জানান, ২০২১ সালের ১৪ মে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমাকে গলাকেটে হত্যা করে স্বামী নুরুল আলম সবুজ। আটকের পর সবুজ আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে