সোমবার, আগস্ট ১১, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলরের ভাগিনাসহ আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রুহুল আমিন (৪৫) (মামলা নম্বর- ২৭(৮) ২৪) এবং স্বপন (৪০) (মামলা নম্বর- ৩ (১) ২৫)। গ্রেপ্তারকৃত রুহুল আমিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ভাগিনা। তিনি গোদনাইল এলাকার মৃত একেএম আতাউর রহমানের ছেলে। স্বপন আদমজী শিমুলপাড়া বিহারী ক্যাম্প সংলগ্ন বালুর মাঠ এলাকার মৃত মুকবুলের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “পুলিশ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি আলাদা মামলার আসামি রুহুল আমিন ও স্বপনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মামলার পলাতক আসামি ছিলেন। আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় সরাসরি জড়িত থাকার প্রমাণ আছে তাদের বিরুদ্ধে।

RSS
Follow by Email