মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
Led03Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে টোব্যাকো কোম্পানির মালিকের জেল-জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: পুরোনো ট্যাক্স লেভেল পুনঃব্যবহার করে অবৈধভাবে সিগারেট বাজারজাত ও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে সিদ্ধিরগঞ্জে একটি টোব্যাকো কোম্পানির মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকায় র‍্যাব-১১, জেলা প্রশাসন এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (নরসিংদী)-এর যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

র‍্যাব-১১ জানিয়েছে, রয়েল টোব্যাকো কম্পানি অবৈধভাবে সিগারেট বিক্রির ক্ষেত্রে পূর্ব ব্যবহৃত সিগারেট প্যাকেট থেকে ট্যাক্স লেভেল তুলে নতুন প্যাকেটে লাগিয়ে বাজারজাত করে আসছিল। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে কারখানাটির ওপর র‍্যাব-১১ কয়েকদিন ধরে নজরদারি চালায় এবং ট্যাক্স ফাঁকির প্রমাণ পাওয়ার পর মোবাইল কোর্ট অভিযানের ব্যবস্থা করা হয়।

র‍্যাব–১১ এর সিপিসি–১ কোম্পানির অধিনায়ক আল মাসুদ খান গণমাধ্যমকে জানান, “রয়্যাল টোব্যাকো লিমিটেডে একই সরকারি ভ্যাট ট্যাক্স স্ট্যাম্প বারবার ব্যবহার করে অবৈধভাবে সিগারেট বিক্রি করা হচ্ছিল। অভিযানে আমরা বিপুল পরিমাণ সিগারেট ও ট্যাক্স স্ট্যাম্প জব্দ করেছি।”

অভিযানে উপস্থিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা ঘটনাস্থলেই প্রতিষ্ঠানটির মালিক মো. মহারাজ হোসেন (৫২)-কে সরকারি রাজস্ব ফাঁকির দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র‍্যাব কর্মকর্তা আল মাসুদ খান আরও জানান, এমন অনিয়মে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নজরদারি জোরদার করা হয়েছে।

RSS
Follow by Email