বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05জেলাজুড়েশিক্ষাসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন বালিকা বিদ্যালয়ে নবীন বরণ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা ইষ্টার্ণ এলাকায় সফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথমবারের মতো নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা বিল্লাল হোসেন রবিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি জহিরুল ইসলাম, মফিজুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অতিথিদের আলোচনা শেষে বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের নতুন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। আনন্দঘন পরিবেশে এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও দলীয় গান এবং নৃত্য পরিবেশন করে।

RSS
Follow by Email