সিদ্ধিরগঞ্জে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে যুব সামাজ কল্যাণ সংগঠনের আয়োজনে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েত নগর বউবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
যুব সামাজ কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেন ডেনিয়েলের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব সামাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন খোকন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, আঁধারে আলো কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা, নাজিম উদ্দিন মেম্বার, হুমায়ন কবির, মোহাম্মদ রফিক, তানজিল মোহাম্মদ রিপন, মিজানুর রহমান, আব্দুল হাই, শেখ আউয়াল, আক্তার হোসেন, সুমন, আনোয়ার, ইব্রাহিম, আরমান, রাকিব, মনির হোসেন, দিদার, ফারুক, তপন ও বাবু প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।