সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শহরের নয়াআটি, কদমতলী ও গোদনাইল বাগপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬২), যুবলীগ সদস্য ইউসুফ আলী মাসুদ (৪২) এবং মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনূর আলম জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।