বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03রাজনীতি

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬১ জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৬১ জনের নামে মামলা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই ও এই মামলার আয়ু সিরাজুল। এ আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয় মুরসালিন আলম নামের এক যুবক। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে আদালতে আবেদন করলে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের নির্দেশে দুপুরে মামলাটি দায়ের করা হয়।

আন্দোলনে আহত যুবক মুরসালিন আলম হলেন রুপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী বরার এলাকার মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, আন্দোলন চলাকালীন সময় গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিল মুরসালিন আলম। এ সময় মামলায় উল্লেখিত আসামিদের ছোড়া গুলিতে আহত হন মুরসালিন। আহত যুবকের কোমড়ে এবং দুই পায়ে গুলি লাগে। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধিন রয়েছে।

RSS
Follow by Email