সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যার পারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যার পারে নির্মাণাধীন ওয়াকওয়ের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার (১৮ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড এলাকার সাধুর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. দেলোয়ার হোসেন (২৮), সে নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কাঁচপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তমিজ উদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করেছি। তার শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পাই নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবু লাশ ময়নাদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর তার পরণের প্যান্ট থেকে তার এনআইডি কার্ডের ফটোকপি পাই। সেখান থেকে আমরা নিহতের পরিচিতি পাই। সেই সাথে নীলফামারিতে যে অঞ্চলের তিনি বাসিন্দা সেখানে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে স্বজনদের মৃত্যুর সংবাদ জানিয়েছি। তারা সকালের দিকে আসবেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email