বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু (৭)কে যৌন নিপীড়নের অভিযোগে, এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় ওবৈষম্য বিরোধী ছাত্র নেতারা। বুধবার (১৯ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলী এলাকায় ওই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহীনূর আলম।

অভিযুক্ত ব্যাক্তির নাম আব্দুল হান্নান (৪০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার দুপুর ২টার দিকে তিনি তার বড় বোন রানী বেগমকে ডাক্তার দেখাতে যান। এসময় তার ৭ বছরের শিশু কণ্যা বাসায় ছিল। ডাক্তার দেখিয়ে বাসায় এসে মুক্তা আক্তার দেখেন তার মেয়ে বাসায় নাই। পরে তিনি সহ পরিবারের লোকজন মেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বিকাল সোয় ৩টার দিকে কদমতলী উত্তরপাড়াস্থ একটি নির্মাণাধীন বাড়ির ছাদে মেয়ের চিৎকার শুনেন। সেখানে গিয়ে দেখেন আব্দুল হান্নান তার মেয়ের গালে ও ঠোঠে চুমু দিচ্ছে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীতাহানী করছে। এসময় মুক্তা আক্তার চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আব্দুল হান্নানকে আটক করে মারধর করে। এসময় শিশুটি উপস্থিত সবার সামনে বলে, খেলা-ধুলা করার অবস্থায় তাকে চকলেট কিনে দেয়ার কথা বলে ছাদে নিয়ে যায় ওই লোকটি। এবং তার গালে এবং মুখে চুমু দেয়, শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। তখন সে চিৎকার করতে থাকলে বিবাদী আমার মেয়েকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহীনূর আলম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে অভিযুক্তকে আটক করেছি। ছাত্র-জনতা আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

RSS
Follow by Email