মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
Led04জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে রুবেল নিহতের ঘটনায় শামীম ওসমানসহ ৭৮ জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোঃ রুবেল নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৭৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৬ আগস্ট) নিহতের স্ত্রী রুপালী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২১ জুলাই সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসামি ও তাদের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর গুলি চালালে
নিজ দোকানে থেকে বাসায় আসার সময় গুলিবিদ্ধ হন মো. রুবেল। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসককে আহত রুবেলকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। ঢামেকে যাওয়ার পথে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন এক দল লোক এসে আমাদেরকে দ্রুত লাশ দাফন করার জন্য চাপ সৃষ্টি করেন, তখন ভয়ে স্বজনরা তাড়াতাড়ি লাশ নিয়ে বাড়িতে যান। ২২ আগস্ট পারিবারিখক কবরস্থানে রুবেলকে দাফন করা হয়।

মামলায় আসামিরা হলেন,

১। এ.কে.এম শামিম ওসমান (৬৪), পিতা- মৃত এ.কে.এম শামসুজ্জোহা, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ,
২। শাহ নিজাম (৫৬), তাই- নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া,
৩। আজমেরী ওসমান (৪৫), পিতা- মৃত নাসিম ওসমান, সাং-৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, না.গঞ্জ
৪। অয়ন ওসমান (৩৭), পিতা- এ.কে.এম শামিম ওসমান, সাং- ৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নাঃগঞ্জ,
৫। হাজী ইয়াছিন (৬২), পিতা-মৃত মূলফত আলী, সাং- মিজমিজি পশ্চিম পাড়া,
৬। মতিউর রহমান মতি (৫৫), পিতা- মৃত বাদশা মেম্বার,
৭। আশরাফ (৪৮), পিতা- বাচ্চু মিয়া
৮। পানি আক্তার (৩৮), পিতা- আবদুল করিম,
৯। মানিক মাষ্টার (৪৮), পিতা- মাইন উদ্দিন,
১০। ভাগিনা মামুন (৪০), পিতা-আতাউর রহমান মাষ্টার, সর্বসাং- আইলপাড়া, সুমিলপাড়া,
১১। রাজু আহম্মেদ (৪৮), পিতা-আব্দুর রশিদ, সাং সস্তাপুর, ফতুল্লা,
১২। নুরউদ্দিন মিয়া (৫৫),
১৩। নুরুজ্জামান জজ মিয়া (৫৮),
১৪। নূরসালাম (৬৫),
১৫। নূরুল হক (৫৩), উভয় পিতা- মৃত বদরউদ্দিন, সাং-টেক পাড়া, শিমরাইল, চিটাগাংরোড,
১৬। মোঃ রহমত উল্লাহ (৪০), পিতা-মোঃ মোতালেব, সাং-মিজমিজি পশ্চিম পাড়া (বড় বাড়ি),
১৭। রুহুল আমিন মোল্লা (কাউন্সিলর) (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- ধনকুন্ডা, গোদনাইল,
১৮। আনোয়ার (কাউন্সিলর) (৫৫) পিতা-মৃত মফিজউদ্দিন, সাং-মিজমিজি,
১৯। শাহজালাল বাদল (৪২), পিতা- নুর সালাম, রুজ উভয় সাং- টেক পাড়া, শিমরাইল, চিটাগাংরোড,
২০। মোঃ আলী (৫৮), পিতা আফিরউদ্দিন, সাং- টেকপাড়া, শিমরাইল,
২১। লোকমান (৬২), পিতা- লৎফর রমমান, সাং বাঘমাড়া, সানারপাড়,
২২। জামান মিয়া (৫০), পিতা- আঃ মান্নান, সাং-১৫-শান্তি ধারা, ভূইগড়, ফতুল্লা,
২৩। মিজানুর রহমান দিপ্তি (৫৩), পিতা- মৃত মোস্তফা, সাং দক্ষিন কদমতলী,
২৪। আব্দুল হাই মেম্বার (৬০), পিতা- মাইনউদ্দিন সাং-ওয়াবদা কলোনী,
২৫। মোঃ খোরশেদ (৪৫), (সভাপতি ৭ নং ওয়ার্ড তাতীলীগ), পিতা- অজ্ঞাত, সাং- গোদনাইল নয়াপাড়া,
২৬। সামাদ ব্যাপারি (৫২), পিতা-আঃ মান্নান ব্যাপারি সাং- পাইনাদী, সিদ্ধিরগঞ্জ,
২৭। হাবিবুল্লাহ হবুল (৫০), পিতা- আহসান উল্লাহ
২৮। রাজু (৪৫) পিতা-হুমায়ুন কবির, সাং- কদমতলী,
২৯। মতিউর রহমান সাগর (৩৭), পিতা- আতাউর রহমান, সাং- কলাবাগপূর্ব,
৩০। মাহবুবুর রহমান (৪৯), পিতা- বাদশা মিয়া, সাং- আইলপাড়া,
৩১। আহম্মেদ কায়সার (৪৫), পিতা অজ্ঞাত, সাং-নিতাইগঞ্জ মাইজপাড়া নারায়নগঞ্জ,
৩২। সাহরিয়ার বাঙ্গি, (৪৫), পিতা- আঃ রহমান,
৩৩। সিমান্ত (২৪), পিতা সফিকুল ইসলাম, উভয় সাং মিজমিজি আব্দুল আলী পুল,
৩৪। বিপ্লব (২৫), পিতা- সফি ড্রাইভার, সাং মিজমিজি মদিনা মসজিদ,
৩৫। সাইদ হাসান মুন্না (৩২), পিতা মৃত নাজমুল হাসান, সাং- মিজমিজি দক্ষিন পাড়া,
৩৬। জয়নাল আবেদিন কলার ফারুক (৫৫), পিতা- নূরুল হক, সাং মিজমিজি বটতলা,
৩৭। ফয়েজ মজুমদার (৪৮), পিতা-রুস্তম আলী মজুমধার, সাং-মিজমিজি পশ্চিম পাড়া,
৩৮। বাসেদ (৩০), পিতা- অজ্ঞাত, সাং- মিজমিজি, সাহেব পাড়া,
৩৯। কামরুল (৩৮), পিতা-আবুল হোসেন, সাং-মিজমিজি পশ্চিমপাড়া,
৪০। আসলাম (৩৫), পিতা-অজ্ঞাত, সাং মিজমিজি সাহেব পাড়া,
৪১। রবিউল (২৫), পিতা- কাজিমুল হক, সাং মিজমিজি পশ্চিম পাড়া,
৪২। জামাল মিয়া (৪৮), পিতা মোহর আলী উরফে মরইন্যা, সাং- মিজমিজি বড় বাড়ী,
৪৩। দেলোয়ার (৫০), পিতা ওয়াজেদ উদ্দিন, সাং- মিজমিজি কান্দা পাড়া,
৪৪। নুরুলউদ্দিন নুরু (৫০) পিতা-মৃত আঃ করিমউদ্দিন, সাং-মিজিমিজি কান্দাপাড়া,
৪৫। মতিন পাগলা (৫৫), পিতা- মৃত- দবু মোহাম্মদ, সাং-মিজমিজি পশ্চিম পাড়া মাদ্রাসারোড,
৪৬। জাহিদুল ইসলাম সুজন (৩৫), পিতা-আঃ বাড়ী, সাং মিজমিজি সাহেব পাড়া,
৪৭। আনোয়ার হেসেন আনার (৩৫), পিতা- অজ্ঞাত, সাং-মিজমিজি বসু মার্কেট,
৪৮। নূরুল ইসলাম (৫৫), পিতা- মৃত- ছমির উদ্দিন, সাং- মিজমিজি মাদ্রাসা রাড,
৪৯। মীর শহিদুল আলম (৫৭), পিতা- মীর মোহাম্মদ আলী,
৫০। মীর মাকসুদুল হোসেন মুন্না (৫৫), পিতা মীর, মোশারফ হোসেন, উভয় সাং- দেলপাড়া, কুতুবপুর ফতুল্লা,
৫১। মেহেদী (৪৮), পিতা-
৬২। আনোয়ার হোসেন আশিক (৪২), পিতা- জহির উদ্দিন ভূইয়া, স্থায়ী: চৌধুরী পাড়া মিজমিজি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৬৩। ইয়াছিন আরাফাত রাসেল (৩৫), পিতা-আব্দুল মোতালেব, স্থায়ী: মিজমিজি পশ্চিম পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ ৬৪। জিসান (৩০), পিতা-আঃ রহমান, স্থায়ী: সানারপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৬৫। স্বপন (২৬), পিতা-কুদ্দুস মোল্লা, স্থায়ী: রসুল বাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৬৬। সফিকুল ইসলাম (৪৫), পিতা- শহিদুল ইসলাম, স্থায়ী: (মিজমিজি পশ্চিমপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৬৭। ইফতেখার হোসেন খোকন (৪৮), পিতা-রফিকুল্লাহ, স্থায়ী: গোদনাইল আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৬৮। কাজী আমির (৪২), পিতা-কাজী হাবিবুর রহমান হবি, স্থায়ী: গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৬৯। মোঃ জালাল উদ্দিন (৬৫), পিতা-ছনুরদ্দিন স্থায়ী: উত্তর চাষাড়া, থানা- নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭০। সহিদ হাসান বিটু (৬২), পিতা-সিরাজুল ইসলাম, স্থায়ী: আটি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭১। মোঃ রনি (৪২), পিতা-মৃত দেলোয়ার হোসেন (ধলু), স্থায়ী: কদমতলী গ্যাস লাইন, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭২। বালু শাহজাহান (৫৫), পিতা-অজ্ঞাত, স্থায়ী: কদমতলী, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭৩। মাহমুদুল হাসান (৩৭), পিতা-আব্দুল হাই মেম্বার, স্থায়ী: আটি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭৪। বাবু (২৭), পিতা-মতিউর রহমান মতি, স্থায়ী: আইলপাড়া, আদমজী নগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭৫। সালাউদ্দিন (৫০), পিতা-অজ্ঞাত, স্থায়ী: আটি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭৬। মোঃ পাপ্পু (৩৮), পিতা-অজ্ঞাত, স্থায়ী: মিজমিজি কান্দাপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭৭। টুটুল (৪০), পিতা-মৃত আমির হোসেন, স্থায়ী: মিজমিজি কান্দাপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭৮। তানজিম কবির সজু (৪০), পিতা-হুমায়ুন কবির, স্থায়ী: গ্রাম-কদমতলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ

RSS
Follow by Email