রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

রাজউকের অভিযানে বহুতল ভবন সিলগালা, ২ বাড়ির মালিককে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় ১২ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ভবনটি সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (৫ মে) দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে সিটি টাওয়ার নামে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

একই অভিযোগে জাকির হোসেন নামে একজন বাড়ির মালিককে ১ লাখ টাকা ও নূরুল ইসলাম নামে আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই দুই বাড়ির মালিক নিজ উদ্যোগে বর্ধিত অংশ ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেন।

অভিযানে উপস্থিত রাজউকের জোন-৬ এর ৩ এর অথরাইজড অফিসার মো: রাজিবুল ইসলাম জানান, সিটি টাওয়ারটি আবাসিক ভবন করার অনুমতি নিয়ে বাণিজ্যিকভাবে তৈরী করা হয়েছে। তাছাড়া নকশা বহির্ভূতভাবে ভবনের সামনের অংশ বর্ধিত করা হয়েছে। তাই বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনটি সিলগালা করা হয়েছে। এছাড়া আরও দুটি ভবনের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

RSS
Follow by Email