সিদ্ধিরগঞ্জে যুবক আটক, মাদক মামলা আদালতে প্রেরণ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাত বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতর নাম মো. পাবেল (২৯)। সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মৃত আ. কাদেরের ছেলে।
পুলিশ জানিয়েছে, আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় সে দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে ফেন্সিডিল এনে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিক্রি করত।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।