শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led01Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় ওই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আল মামুন।

নিহত যুবকের নাম সজীব হাওলাদার (২৭)। সে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর কেওয়ারর আলদী এলাকার আবুল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আল মামুন বলেন, আমরা ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

RSS
Follow by Email