শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led02সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে যুবককে অপহরণের অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মামলা

লাইভ নারয়ণগঞ্জ: অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শাহীন আল মামুন (৪০) বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন, যার দায়িত্বভার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজে অপহরণের ঘটনাটি ঘটে। এ মামলায় ৭ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা ৫-৭জন আসামি রয়েছেন।

এ মামলায় সাবেক ডিবি প্রধান হারুন ছাড়াও অন্যান্য আসামিরা হলেন, সঞ্জিত কুমার রায় (সাবেক ডিবি সেকেন্ড ইন কমান্ড), জাকারিয়া ইফতেখার শামীম, কেএম রুবেল, মোহাম্মদ মালেক, মো. মহসীন ভূইয়া, বোরহান উদ্দিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, মামলার এজহারে বলা হয়, এ মামলার অপর আসামিদের সাথে বাদী শাহীন আল মামুনের ব্যবসায়িক লেনদেন নিয়ে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে বাদীকে সাবেক ডিবি প্রধান এর লোকজন অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

RSS
Follow by Email