সিদ্ধিরগঞ্জে মা মেয়ে গ্রেপ্তার, গাঁজা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এই দুই নারী। শুক্রবার দিবাগত রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তাঁর কন্যা রত্না খাতুন (২৪)। পুলিশ জানিয়েছে, তাঁরা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনূর আলম নিশ্চিত করেন, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।