সিদ্ধিরগঞ্জে মাদ্রাসায় শিশুকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক
লাইভ নারায়ণগঞ্জ: যেখানে কোমলমতি শিশুদের চরিত্র গঠনের কথা, সেই পবিত্র প্রাঙ্গণেই ঘটল এক ন্যক্কারজনক ঘটনা। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার এক ১০ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে শিশুটিকে ভয় দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।
তথ্যসূত্র অনুযায়ী জানা যায়, গেল শুক্রবার মাদ্রাসার চতুর্থ তলায় এই ঘটনা ঘটেছিল। তবে বলাৎকারের শিকার শিশু ও তার পরিবারের দাবি, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিজানুর রহমান শিশুটিকে ভয়ভীতি দেখিয়েছিলেন, যেন সে এই ঘটনা কাউকে না বলে। ফলে এতোদিন বিষয়টি ধামাচাপা ছিল।
পরবর্তীতে বুধবার মাদ্রাসায় বলাৎকারের ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসার ছাত্র ও অভিভাবকসহ উপস্থিত জনতা অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এসময় জালকুড়ি এলাকায় মাদ্রাসার সামনে একটি বিশৃঙ্খল ও ভীতিকর পরিবেশ তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই খবর পৌঁছায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে। সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহিনুর আলম একজন সাংবাদিকের মাধ্যমে বিষয়টি অবগত হন। তিনি তাৎক্ষণিক তার তদন্ত অফিসার মিজানুর রহমান সহ একটি পুলিশ টিম পাঠিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এবং দ্রুত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহিনুর আলম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তাকে বর্তমানে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই গুরুতর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”