সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় রবিবার (৯ নভেম্বর) ভুক্তভোগী তরুণী ছয়জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় জোর করে একটি মাইক্রোবাসের ভেতরে নিয়ে ওই ছয়জন ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করেন।
এই ঘটনায় যাদের আসামি করা হয়েছে, তারা হলেন: শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) ও রাশেদ (২২)।
ভুক্তভোগী তরুণী তার অভিযোগে জানান, অভিযুক্তদের সঙ্গে তার মায়ের (জান্নাতুন নাহার) প্রায় চার লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল। সেই টাকার বিনিময়ে অভিযুক্তরা তার মায়ের কাছে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিলেন, যা আসামি সাইদুলের কাছে ছিল।
অভিযোগকারী বলেন, পাওনা টাকা পরিশোধের পর যখন স্ট্যাম্পটি ফেরত চাওয়া হয়, তখন সাইদুলসহ ছয়জন তাকে প্রতারণার ফাঁদে ফেলে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
