বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মন্দির রক্ষায় কাজ করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সনাতন ধর্মের মন্দির রক্ষায় কাজ করছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (৮ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ বাজারে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যান নেতাকর্মীরা।

সেখানে সনাতন ধর্মের অনুসারীদের সাথে কথা বলেন মুফতি মাসুম বিল্লাহ।

এ সময় তিনি বলেন বলেন, ইসলাম ধর্মে যার যার ধর্ম পালনে স্বাধীনতা রয়েছে। অসাম্প্রদায়িক এ দেশে স্বাধীনভাবে ধর্ম পালন করতে কোন বাধা নেই। যদি কোন দুষ্কিৃতিকারী অপ্রীতিকর কিছু করার চেষ্টা করে তাহলে আমাদের দয়াকরে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ।

এরপর নেতাকর্মীরা মটরবাইক মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে এবং লুটপাট ও চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দেয়।

RSS
Follow by Email