সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে আগুন, ১০ দোকান পুড়ে ছাই
লাইভ নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জে বিহারি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২ টায় সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের বরাত হতে জানা গেছে, রাতের প্রায় দুইটার দিকে বিহারি কলোনির পকেট গেট এলাকায় হঠাৎ ফল ও মাংসের দোকানসহ মোট ১০ টি দোকানে আগুন ধরে। পরবর্তীতে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, আগুনের খবরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি পরিমাণ হয়েছে ৫ ফিট বাই ১০ ফিটের ১০টি দোকানের মালামাল পুড়ে যাই হয়ে গেছে।