সিদ্ধিরগঞ্জে ভুয়া সন্দেহে পুলিশসহ দুজনকে গণপিটুনি, থানায় সর্পোদ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ভুয়া সন্দেহে আসল পুলিশ সদস্যসহ দুই ব্যক্তিকে গণপিটুনি ঘটনা ঘটেছে। রবিবার (১০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে ঘটে এ ঘটনা। পরবর্তীতে পুলিশসহ সেই ২জনকে থানায় সোপর্দ করা হয়।
গণপিটুনি খাওয়া ব্যাক্তিরা হলেন, দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে ও ঢাকা (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫), বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে মোঃ রাজু (৪৫)
প্রত্যক্ষদর্শী দোকানিরা গণমাধ্যমে জানায়, মারধর করে পুলিশ দেওয়া দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরেই ওই ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। আমরা পরে শুনেছি তারা নাকি পুলিশের লোক পরিচয় দিছেন। পর লোকজন কার্ড দেখাতে বললে উনারা ডুপ্লিকেট দেখান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, যে দুজন ব্যক্তিকে আনা হয়েছে তাদের মধ্যে একজন আসল পুলিশ, এবং অন্যজন তার বন্ধু। পুলিশ সদস্য এখন বদলীজনিত ছুটিতে আছেন। সানারপাড় এলাকায় এক মোবাইল ছিনতাইকারীকে ধরেছিলো তারা। সে সময় পুলিশের পরিচয় দিলে ওই ছিনতাইকারী ‘ভুয়া পুলিশ’ বলে ডাক-চিৎকার দেওয়া শুরু করে। এসময় এলাকাবাসী জড়ো হলে ছিনতাইকারী এদের ফাঁসিয়ে দিয়ে নিজে পালিয়ে যায়। পরিস্থিতি এখন শান্ত আছে।