সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ নারীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তাহেরা আক্তার (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ এই খবর নিশ্চিত করে জানান, তাহেরার শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল।

এর আগে, গত রোববার ভোরে একই ঘটনায় দগ্ধ হয়ে তাহেরার এক মাস বয়সী নাতি ইমাম উদ্দিন মারা গিয়েছিল। ইমামের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। নিহত ইমাম তাহেরার মেয়ে সালমা ও তার স্বামী হাসানের ছেলে।

গত শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে একটি টিনশেড বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে গেলে দুটি ঘরের অন্তত ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আসমা বেগম (৩৫), তার মেয়ে তৃষা (১৭) ও ছেলে আরাফাত (১৫); আসমার বোন সালমা বেগম (৩২), তার স্বামী হাসান (৪০), এবং তাদের মেয়ে মুনতাহা (৮) ও জান্নাত (৪) রয়েছেন।

RSS
Follow by Email