সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নারী-শিশুসহ ৯ জন দগ্ধ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ দুই পরিবারের মোট ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে পাইনাদী পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আদমজী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মীরন মিয়া জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের স্থানীয়রা আগেই উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ে এবং দুই পরিবারের সদস্যরা দগ্ধ হন।

দগ্ধরা হলেন: আসমা বেগম (৩৫), তার স্বামী তানজিল ইসলাম (৪০), তাদের মেয়ে তিশা (১৭) ও ছেলে আরাফাত (১৫); আসমার বোন সালমা বেগম (৩২), তার স্বামী হাসান (৪০), এবং তাদের তিন মেয়ে মুনতাহা (৮), জান্নাত (৪) ও ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন।

তাদের মধ্যে তানজিল ছাড়া বাকি আটজন ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আসমার শরীরের ৪৮ শতাংশ, তিশার ৫৩ শতাংশ, হাসানের ৪৪ শতাংশ এবং জান্নাতের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রতিবেশী মামুন জানান, নিহত আসমার বাবা ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার তিন মেয়ে তাদের পরিবার নিয়ে পাশাপাশি তিনটি কক্ষে ভাড়া থাকতেন।

RSS
Follow by Email