মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led02সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সালমা বেগম (৩০) এবং তার স্বামীর ভাতিজি তানজিলা আক্তার তিশা (১৭)। দুজনেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান জানান, সালমার শরীরের ৪৮ শতাংশ এবং তিশার ৫৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তাদের দুজনেরই শ্বাসনালী দগ্ধ হওয়ায় তারা মারা যান।

একই ঘটনায় আহত আসমা এখনো লাইফ সাপোর্টে আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আসমার ১১ বছর বয়সী মেয়ে মুনতাহা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শুধুমাত্র আরাফাত (১৫)-এর অবস্থার উন্নতি হয়েছে, তার শরীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, একই পরিবারের আরও চারজন মারা যান। তারা হলেন: এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, তার নানি তাহেরা আক্তার (৫৫), বাবা হাসান গাজী (৪০), এবং বোন জান্নাত (৪)।

গত ২২ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলার একটি ভাড়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেখানে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছিলেন। এলাকাবাসীর দাবি, এটি তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘটেছে।

RSS
Follow by Email