শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

‌সি‌দ্ধিরগ‌ঞ্জে বিস্ফোরণ: দুইদিন পর মারা গেলেন মোজাম্মেল

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোহাম্মদ মোজাম্মেল হক (৩০) মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।

তিনি বলেন, দগ্ধ অবস্থায় পাঁচ জন কে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছিল। একজন আজ (১৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মারা গেছেন। বর্তমানে চার জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১৩ অক্টোবর রাত রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মোজাম্মেলসহ দগ্ধ হয় ৫জন। অন্য দগ্ধরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের পাঁচজন দগ্ধ হন।

RSS
Follow by Email