সিদ্ধিরগঞ্জে বিষ্ফোরনে অগ্নিকান্ড, নারী-শিশুসহ ৮জন দগ্ধ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে জালকুড়ি এলাকায় পশ্চিম ধনকুন্ডা শান্তিবাগ আবাসিক এলাকায় ইব্রাহীম খলিলের মালিকানাধীন আমেনা ভিলায় ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
শরীরে ৪৫ শতাংশ পুড়ে দগ্ধ হয়েছেন রিকশাচালক মো. হান্নান (৫৫), তার স্ত্রী পোশাককর্মী নুরজাহান আক্তার লাকী (৩২) পুড়েছে ২২ শতাংশ, ছেলে সাব্বির (১২) ২৭ শতাংশ, মেয়ে সামিয়া (১০) ৯ শতাংশ ও জান্নাত (৫) ৩ শতাংশ। একই পরিবারের অন্য তিনজনের মধ্যে সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) ৩৪ শতাংশ পুড়েছে এবং তাদের ১৬ মাস বয়সী মেয়ে সুমাইয়ার ৪৪ শতাংশ পুড়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ আটজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজন।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, টিনশেড বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আমরা তাৎক্ষণিক কোন খবর পাইনি। সংবাদ মাধ্যমের মধ্যদিয়ে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে গ্যাস লিকেজের থেকে বিষ্ফোরণ হয়েছে বলে ধরণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষ বলা যাবে।