শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led02সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিধবা নারীকে গণধর্ষণ, কেয়ারটেকারসহ ২জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিধবা নারী (৪০) কে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির কেয়ারটেকার ও ভাড়াটিয়ার বিরুদ্ধে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম।

আটককৃতরা হলেন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শরীফ (২৭) ও পটুয়াখালীর বাউফল উপজেলার মিজান (৩০)। এই মামলায় ফয়সাল (৩০) একজন অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম মামলার বরাত দিয়ে জানায়, ভুক্তভোগী নারী একজন পোশাক শ্রমিক ও বিধবা । তিনি তাঁর ভাগনে ও ভাতিজা সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকেন। অভিযুক্ত শরীফ ওই বাড়ির কেয়ার টেকারের দায়িত্ব পালন করে ও অভিযুক্ত মিজান ওই বাড়ির ভাড়াটিয়া। রবিবার রাতে হঠাৎ ধাক্কা দিয়ে শরীফ দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামীরা ভেতরে প্রবেশ করেন। পরে ওই নারীকে রান্নাঘরে আটক করে ধর্ষণ করেন শরীফ ও ফয়সাল। আর বাসায় থাকা ভাগনে ও ভাতিজাকে আটকে রাখেন মিজান। এই ঘটনায় সবাইকে হত্যার হুমকি দেয়।

তিনি আরও জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ এবং দুজন আসামিকে আটক করা হয়েছে। তাদের ইতোমধ্যে আমরা গণধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করেছি। অভিযুক্ত আরেক আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

RSS
Follow by Email