বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিনপাড়ায় এলাকায় ওই ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকের নাম মকবুল হোসেন (২৫)। সে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত্যুবরণ করা মকবুল হোসেন একজন শ্রমিক ছিলেন। আজ ওই এলাকার প্রবাসী মোকলেছুর রহমানের নির্মানাধীন ভবনের বিদ্যুতের কাটআউট লাগানোকালীন সময়ে ফ্লাগটি বেজা থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন সে। সেসময় ঘটনাস্থলে থাকা মানুষজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেবার আগেই মৃত্যু বরন করে মকবুল।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন জানান, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। মৃত ব্যক্তির পরিবার থেকে মামলার কোনো প্রস্তুতি নেয়া হয়নি। তারা জিজ্ঞেস করা হলে জানিয়েছেন মামলা করবে না। তাই এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু দায়ের করছি।

RSS
Follow by Email