বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজনীতিসোনারগাঁ

সিদ্ধিরগঞ্জে বিএনপি জামায়াত বিরোধী শান্তি মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধ এবং হরতালের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে মিজমিজি দক্ষিণপাড়া নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা।

শুক্রবার (১ ডিসেম্বর) জুম্মার পর ওই এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সাবেক ও সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজুর নেতৃত্ব এ মিছিল করা হয়।

মিছিলে অংশগ্রহণ করা নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতে ইসলামীর লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।পাশাপাশি এলাকাবাসীর কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

শান্তি মিছিলে নেতৃত্ব দেয়া সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজু বলেন, আমরা আগুন সন্ত্রাসীদের নাশকতার বিরুদ্ধে সবসময় প্রস্তুত রয়েছি। অন্যায়ভাবে মানুষের জানমালের ক্ষতি করা হলে এর কড়া জবাব দেয়া হবে।

RSS
Follow by Email