বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বাসের ভেতরে হেলপারের লাশ

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি মিনিবাস এক হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে শিমরাইল মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি মছিবুর রহমান (৩৬) নামের এক যুবকের। সে ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, শুক্রবার রাতে মিনিবাসের ভেতরে ঘুমিয়ে পড়েন মছিবুর রহমান। শনিবার সকালে বাসের অন্যান্য স্টাফরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গাড়ির অন্যান্য স্টাফদের ধারণা, হয়তো ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email