শনিবার, মে ২৪, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফেইলর ব্রোস ফাস্ট ফুডের উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মুখরোচক চাইনিজ খাবার নিয়ে ফেইলর ব্রোস ফাস্ট ফুডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতারপাড়া ক্যানাল পাড়ে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাতানপাড়া ফাযিল মাদ্রাসা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এমএ হালিম জুয়েল এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্ধাধনকালে এমএ হালিম জুয়েল বলেন, শিক্ষিত তরুণ যুবকরা উদ্দে্যাগী হয়ে গড়ে তুলেছে এই ব্যবসা প্রতিষ্ঠান। লেখাপাড়ার পাশাপশি তারা ব্যবসা করছে আমি তাদের কে ধন্যবাদ জানাই। এই ফাস্টফুড থেকে মানুষ যেন স্বল্প মূল্যে ভালো খাবার খেতে পারে সেইদিকে খেয়াল রাখতে হবে। আমি এই ফাস্টফুডের দোকানের সফলাতা কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন, হাজী আলমগীর হোসেন, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, গোলাপ হোসেন, সিরাজুল ইসলাম, মাওলানা মীর হোসেন, রুবেল, সাইফি, হাসবী, আকাশ, রনি আহম্মেদ, শাকিল ও রাতুল প্রমূখ। উক্ত উদ্ধোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাতেন পাড়া ফাযিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি হাফেজ খোরশেদ আলম।

RSS
Follow by Email