বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১ নভেম্বর) বাদ জুম‘আ পাঠানটুলী বাস স্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার সড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় আলেম, মুসুল্লি, ছাত্ররা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলে গণহত্যা চালাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। তাদের এই গণহত্যার জন্য ধিক্কার জানাই। রাষ্ট্রের প্রধানের কাছে আমাদের দাবি, শুধু অর্থ দিয়ে নয় বাংলার জমিনের সেনাবাহিনী দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আমরা সকলেই ভাবি, আমি খুব সুখে আছি,খুব আনন্দে আছি, আমার ওপর নির্যাতন নাই আমার উপর কোন জুলুম নাই। এটা কোনো মুসলমানের পরিচয় না। আমার কোন মুসলমান ভাই আঘাত প্রাপ্ত হলে আমি আঘাত প্রাপ্ত হবো, দিলে আমার ব্যথা অনুভব হবে তাহলে আমি মুসলমান।

তারা আরও বলেন,সমগ্র মুসলিম জনতা এক হয়ে ইসরায়েলকে প্রতিহত করতে হবে। আমাদের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে ইসরাইলের পণ্য বয়কট করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসরাইলি পণ্য করতে হবে। বাংলাদেশের মুসলমান ইউনিলিভারের পণ্য চায়না।

সমাবেশে বাইতুল মামুর কবরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম, বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আরেফি, আইলপাড়া জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা নুর মোহাম্মাদ, পাঠানটুলী শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, আল আকসা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আতিকুর রহমান সাহেব ইমামসহ অনেকে উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email