সিদ্ধিরগঞ্জে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার আলোচনা সভা
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩মে) বাদএশা সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাশীলস্থ দলীয় কার্যালয়ে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহম্মদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার উপদেষ্টা আতিকুর রহমান (নান্নু মুন্সি) কামাল হোসেন, হাজী মোহাম্মদ বাচ্চু মিয়া, কার্যকরী সভাপতি সাইজুদ্দিন মাদবর, সহ—সভাপতি হাজী অকিল উজ্জামান, হাজী আহম্মদ হোসেন, শামীম আহম্মদ প্রধান, জহিরুল ইসলাম (রনি মুন্সি), যুগ্ম—সম্পাদক হাজী রিপন কাজী, রাশেদ ভূইয়া ইফরান, জুয়েল আবেদীন, স্বপন কাজী, সাংগঠনিক সম্পাদক হারুন—অর— রশীদ, সহ—সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী জালাল আহম্মদ, প্রচার সম্পাদক হাজী আওলাদ হোসেন, সহ—প্রচার সম্পাদক সেলিম ভূইয়া, দপ্তর সম্পাদক শাহ আলী প্রধান স্বপন, কার্যকারী সদস্য হাজী সিরাজ মিয়া, নজরুল ইসলাম, ফারুক হোসেন, হাজী আলী হোসেন, হাজী আব্দুল খালেক ও ফোরকান মিয়া প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্য মোহাম্মদ ফজলুল হক বলেন, একে অপরের সহযোগি হয়ে সবাইকে সংগঠনের জন্য কাজ করতে হবে। কার কোন পদ সেটা বড় কথা না, আমি সংগঠনের জন্য কাজ করতে পারবো কি না সেটাই বড় কথা। কাজ করার জন্য কোন পদ পদবী দরকার হয় না, সংগঠনের সদস্য হয়েও কাজ করা যায়। আমরা যারা এই সংগঠনে আছি কে কোন পদে আছি এটা বড় কথা না,আমরা সবাই এক। আমরা সবাই সবার সহযোগি এই মনোভাব নিয়ে আমরা এই সংগঠন পরিচালনা করবো।
এসময় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার সাধারণ সম্পাদক রাজীব আহম্মদ বলেন, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যে আমার দায়ীত্ব সঠিক ভাবে পালন করতে পারি।