রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একই রাতে পৃথক দুটি স্থান থেকে এক পুরুষ ও এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পুলিশ প্রতিটি ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে। এই দুটি ঘটনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের প্রয়াত লেদু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (২৬) এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ফারুক মিয়ার মেয়ে আফসানা বিথী (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায়। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন আব্দুর রহিম। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিবেশীরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা দ্রুত পুলিশকে খবর দেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, প্রায় একই সময়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকা থেকে আফসানা বিথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশাগ্রস্ত ছিলেন। এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনূর আলম বলেন, “আমরা একই রাতে দুটি ভিন্ন স্থান থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক তদন্তে ঘটনা দুটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও জানান, দুটি ঘটনাতেই থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

RSS
Follow by Email